Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নলকূপের সহায়ক চাঁদা এ চালান পদ্ধতির মাধ্যমে ব্যাংকে জমা প্রদান।
বিস্তারিত

সরকার কর্তৃক নির্ধারিত নলকূপের সহায়ক চাঁদা এ চালান পদ্ধতির মাধ্যমে ব্যাংকে জমা প্রদান করতে হবে। এ চালান খুবই সহজ ও সরল পদ্ধতি। এ চালান পদ্ধতিতে ব্যাংকে টাকা জমা দানের জন্য নির্দিষ্ট ফরম রয়েছে ।  ব্যক্তির নাম নলকূপের অনুমোদিত স্হান তালিকায় অন্তর্ভুক্ত থাকা সাপেক্ষে এ চালানের মাধ্যমে সহায়ক চাঁদা জমা দিতে হবে। ফরমটি পূরণে ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নম্বর ও ব্যবহৃত সচল মোবাইল নাম্বার দিতে হয়। এ চালানের ফরম পূরণ ও ব্যাংকে টাকা জমা দানের ক্ষেত্রে উক্ত দপ্তর থেকে সর্বাত্মক ও আন্তরিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।

সহায়ক চাঁদা প্রদানে এ চালান ফরম পূরণ করার পদ্ধতি (পূরণকৃত নমুনা এ চালান ফরম ডাউনলোড অপশনে সংযুক্ত)

১। যে সরকারি প্রতিষ্ঠান বরাবর সেবা ফি/কর/রাজস্ব পরিশোধের উদ্দেশ্যে অর্থ জমা দেয়া হচ্ছে

(গ)প্রতিষ্ঠানের নামঃ

                নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, জনস্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তর, নরসিংদী

সেবা ফি/রাজস্ব/কর-এর বিবরণঃ 

                             প্রকৌশল সেবা ফি

২। যে ব্যক্তি/প্রতিষ্ঠানের পক্ষ হতে অর্থ জমা দেওয়া হচ্ছে

(ক) ব্যক্তির অনুকূলে জমার ক্ষেত্রে

ব্যক্তির নামঃ অনুমোদিত স্হান তালিকা ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ব্যক্তির নাম লিখতে হবে।

মোবাইল নাম্বার জাতীয় পরিচয়পত্র এবং ঠিকানার ঘর সঠিক ও নির্ভুলভাবে লিপিবদ্ধ করতে হবে।

৩। যোগাযোগের জন্য মোবাইল ফোন নম্বর দিতে হবে।

৪। অর্থ পরিশোধের বিবরণঃ উক্ত ঘরে অনুমোদিত স্হান তালিকায় উল্লেখিত পানির উৎসের ধরণ অনুযায়ী সংযুক্ত সহায়ক চাঁদার পরিমাণ চার্ট মোতাবেক টাকার পরিমাণ উল্লেখ করে দিতে হবে।


ছবি
প্রকাশের তারিখ
23/08/2022
আর্কাইভ তারিখ
05/03/2025